
Moshal Alo Trust (MSL) is a non-political, voluntary social organization dedicated to serve underprivileged communities. Our journey began on December 29th, 2015, from Tangail Sadar, Dhaka, Bangladesh, through a charitable project called 'Ushnotar Chhoya (Previous name: Shitbostro Bitaran). We successfully attained official registration as a charitable trust on October 3rd, 2023.
Since the inception, Moshal Alo Trust (MSL) has been maintaining unwavering dedication to support marginalized communities across the nation with a vision to extend the global outreach for a better world.

Help To Gift School Uniforms to Deserving Unprivileged Students বাংলাদেশে এখনো দারিদ্র্যের কারণে অসংখ্য সুবিধাবঞ্চিত শিক্ষার্থী পড়াশোনার খরচ চালাতে পারে না। যেখানে বই–খাতার খরচ বহন করাই পরিবারগুলোর জন্য কষ্টসাধ্য, সেখানে নতুন স্কুল ড্রেস কেনা যেন একপ্রকার স্বপ্নের মতো। এই বাস্তবতায় প্রতি বছর অনেক মেধাবী শিক্ষার্থী পড়াশোনার প্রতি আগ্রহ হারিয়ে ফেলে এবং প্রাথমিক শিক্ষার গণ্ডিও পেরোতে পারে না। **প্রান্তিক অঞ্চলের এই শিক্ষার্থীদের প্রাথমিক শিক্ষার প্রতি পুনরায় আগ্রহী করে তুলতে,“**Uniform Dreams 25**” প্রজেক্টের মাধ্যমে আমরা অন্তত ১০০ জন সুবিধাবঞ্চিত শিক্ষার্থীর হাতে নতুন স্কুল ড্রেস পৌঁছে দিতে চাই, ইনশাআল্লাহ। নতুন স্কুল ড্রেসের মাধ্যমে আমরা আশা করি, অনেক শিক্ষার্থী পুনরায় স্কুলে ফিরে এসে অন্তত প্রাথমিক শিক্ষা গ্রহণের প্রতি আগ্রহী হবে।** আপনি আমাদের এই উদ্যোগে সহযোগিতার হাত বাড়িয়ে কিছু সুবিধা বঞ্চিত শিক্ষার্থীকে সুশিক্ষিত হওয়ার সুযোগ করে দিতে পারেন, ইনশাআল্লাহ। _(প্রজেক্ট লোকেশন শীঘ্রই ঘোষণা করা হবে, ইনশাআল্লাহ)_ **Find us:** [Facebook](https://www.facebook.com/moshalalo.org) | [Instagram](https://www.instagram.com/moshal.alo/) | [LinkedIn](https://www.linkedin.com/company/moshal-alo) | [YouTube](https://www.youtube.com/@moshalaloorg)
Raised: ৳7500
Goal: ৳120000
We need ৳112500 more

বাংলাদেশে প্রতিদিন অসংখ্য মানুষ রক্তের অভাবে জীবন হারায়, অথচ একজন রক্তদাতা পেলেই সেই জীবনটি বাঁচানো সম্ভব হতো। সময়মতো রক্ত পাওয়া এখনো একটি বড় চ্যালেঞ্জ। জরুরি মুহূর্তে অনেকেই বাধ্য হয়ে ব্লাড ব্যাংকের ওপর নির্ভর করেন, কিন্তু সেখানেও অনিয়মের অভিযোগ রয়েছে। সম্প্রতি এক অনুসন্ধানী প্রতিবেদনে দেখা গেছে, কোথাও কোথাও এক ব্যাগ রক্তে স্যালাইন মিশিয়ে একাধিক ব্যাগ বানানো হচ্ছে— যা মানুষের জীবনের সঙ্গে ভয়াবহ প্রতারণা। এই বাস্তবতা বদলাতেই আমরা হাতে নিয়েছি ‘Project Alo’, একটি ভার্চুয়াল ব্লাড ব্যাংক তৈরির উদ্যোগ, ইনশাআল্লাহ। এর মাধ্যমে আমরা এমন একটি স্মার্ট ডিজিটাল প্ল্যাটফর্ম তৈরি করতে চাই, যা রক্তদাতা ও রক্তগ্রহীতার মাঝে দ্রুত, নির্ভরযোগ্য সংযোগ স্থাপন করবে। প্রায় গত তিন বছর ধরে আমরা এই প্রজেক্টের পরিকল্পনা করেছি এবং এক বছরের বেশি সময় ধরে ডিজাইন ও প্রযুক্তিগত প্রস্তুতি সম্পন্ন করেছি। এখন প্রয়োজন শুধু ফান্ডিং। প্রজেক্টটি বাস্তবায়নে আনুমানিক ৭ থেকে ১০ লাখ টাকা প্রয়োজন হবে। তবে আমরা ধাপে ধাপে কাজ শুরু করব, প্রাথমিক পর্যায়ে সীমিত ফান্ড দিয়ে ডেভেলপমেন্ট শুরু করে পরবর্তীতে ধীরে ধীরে পূর্ণাঙ্গ প্ল্যাটফর্মে রূপ দেব, ইনশাআল্লাহ। প্ল্যাটফর্মটি সফলভাবে গড়ে উঠলে, রক্তের অভাবে মৃত্যুর মতো ট্র্যাজেডি অনেকাংশে কমে আসবে। তাই এই উদ্যোগে আপনার এগিয়ে আসা প্রয়োজন। অথবা রক্তদাতা হিসেবে রেজিস্ট্রেশন করতে: _**[Click Here](https://forms.gle/2NUJa26JMDxeLFrd7)**_ “আপনার রক্তে বাঁচবে হাজারো প্রাণ, আমরা খুঁজে দেবো দানের স্থান। Find Us: **Find us:** [Facebook](https://www.facebook.com/moshalalo.org) | [Instagram](https://www.instagram.com/moshal.alo/) | [LinkedIn](https://www.linkedin.com/company/moshal-alo) | [YouTube](https://www.youtube.com/@moshalaloorg)
Raised: ৳480
Goal: ৳700000
We need ৳699520 more

নীলফামারীর প্রত্যন্ত অঞ্চলে এখনও বিশুদ্ধ পানির অভাবে মানুষ প্রতিনিয়ত কষ্টে দিন কাটাচ্ছে। বিগত শীতের প্রজেক্টের সময়, সেখানকার অবস্থা দেখে মনে হয়েছে আমরা কয়েক দশক পেছনে চলে গিয়েছি—অসংখ্য পরিবার চরম দারিদ্র্যের মধ্যে বাস করে। তাদের ঘরবাড়ি দেখে বোঝার উপায় নেই যে এখানে মানুষ থাকতে পারে। উত্তরবঙ্গ বরাবরই অবহেলিত, আর পর্যাপ্ত টিউবওয়েল না থাকায় এখানে বিশুদ্ধ পানির অভাব প্রকট। মানুষকে পানি পান করানো অনেক বড় চ্যারিটি। তাই, আসন্ন রমাদানে নীলফামারীর সেই মানুষের জন্য বিশুদ্ধ পানির ব্যবস্থা করতে চাই। এজন্য আমরা হাতে নিয়েছি ‘পিউর ওয়াটার ইনিশিয়েটিভ’, যার আওতায় এমন সব স্থানে টিউবওয়েল বসানো হবে, যেখানে সর্বোচ্চ সংখ্যক মানুষ উপকৃত হয়। ## **মাত্র ৭,৫০০ টাকায় একটি টিউবওয়েল স্থাপন করুন!** প্রতিটি টিউবওয়েল স্থাপন ও সিমেন্ট দিয়ে পাকাকরণসহ আনুমানিক খরচ প্রায় **৭,৫০০ টাকা**। _(পরিবর্তনযোগ্য)_  এই প্রজেক্টের আওতায় ইতোমধ্যেই আমরা প্রায় ১০ টি টিউবওয়েল স্থাপন করে ফেলেছি এবং আমাদের কার্যক্রম এখনো চলমান। **মশাল আলো-র পক্ষ থেকে এ ধরনের প্রথম উদ্যোগ এটি**, তাই আপনাদের সকলের সহযোগিতা খুবই গুরুত্বপূর্ণ। **আপনার অংশগ্রহণ বদলে দিতে পারে অসংখ্য মানুষের জীবন, ইনশা আল্লাহ!**  **Find us:** [Facebook](https://www.facebook.com/moshalalo.org) | [Instagram](https://www.instagram.com/moshal.alo/) | [LinkedIn](https://www.linkedin.com/company/moshal-alo) | [YouTube](https://www.youtube.com/@moshalaloorg)
Raised: ৳106275
Goal: ৳106275
We need ৳0 more
Donation is closed for now