মরণব্যাধি ‘ক্যান্সারে’ আক্রান্ত আমানুল্লার খরচের ভার বইতে পারছে না পরিবার। টাকার অভাবে বন্ধ হয়ে গেছে আয়ের একমাত্র উৎস ছোট্ট মুদি দোকানটিও। দোকানটি পুনরায় চালু করতে এগিয়ে আসুন।
আমানুল্লাহ— ১৬/১৭ বছর বয়সী এক তরুণ, দীর্ঘদিন ধরে ক্যান্সারের সঙ্গে লড়াই করে এখন পুরোপুরি শয্যাশায়ী। সম্প্রতি কোমরে অপারেশন হলেও দুঃখজনকভাবে ক্যান্সার পুরোপুরি অপসারণ করা সম্ভব হয়নি। তার পরিবারের সঞ্চয় ও সামর্থ্য ইতোমধ্যেই শেষ হয়ে গেছে চিকিৎসার খরচ মেটাতে গিয়ে। তার বৃদ্ধ বাবা একসময় ভ্যান চালিয়ে যা আয় করতেন, এখন বয়সের ভারে সেটিও আর সম্ভব নয়।
অভাবের তাড়নায় তাদের বসতঘরের সামনের ছোট্ট একটি মুদি দোকান চালু করেন, যেটি ছিল পরিবারের শেষ ভরসা। কিন্তু পুঁজির অভাবে বহুদিন আগে দোকানটি বন্ধ হয়ে যায়— নতুন করে মালামাল তোলার মত আর কোনো সক্ষমতা নেই।
Project Spot: Khaskawlia, Moddho Jotpara, Chouhali, Sirajganj, Bangladesh.
আপনার একটি ছোট অংশগ্রহণ দরিদ্র এই পরিবারটির জীবন বদলে দিতে পারে। "Bright Hands- Stronger Tomorrow"