

বাংলাদেশে প্রতিদিন অসংখ্য মানুষ রক্তের অভাবে জীবন হারায়, অথচ একজন রক্তদাতা পেলেই সেই জীবনটি বাঁচানো সম্ভব হতো। সময়মতো রক্ত পাওয়া এখনো একটি বড় চ্যালেঞ্জ। জরুরি মুহূর্তে অনেকেই বাধ্য হয়ে ব্লাড ব্যাংকের ওপর নির্ভর করেন, কিন্তু সেখানেও অনিয়মের অভিযোগ রয়েছে। সম্প্রতি এক অনুসন্ধানী প্রতিবেদনে দেখা গেছে, কোথাও কোথাও এক ব্যাগ রক্তে স্যালাইন মিশিয়ে একাধিক ব্যাগ বানানো হচ্ছে— যা মানুষের জীবনের সঙ্গে ভয়াবহ প্রতারণা।
এই বাস্তবতা বদলাতেই আমরা হাতে নিয়েছি ‘Project Alo’, একটি ভার্চুয়াল ব্লাড ব্যাংক তৈরির উদ্যোগ, ইনশাআল্লাহ। এর মাধ্যমে আমরা এমন একটি স্মার্ট ডিজিটাল প্ল্যাটফর্ম তৈরি করতে চাই, যা রক্তদাতা ও রক্তগ্রহীতার মাঝে দ্রুত, নির্ভরযোগ্য সংযোগ স্থাপন করবে। প্রায় গত তিন বছর ধরে আমরা এই প্রজেক্টের পরিকল্পনা করেছি এবং এক বছরের বেশি সময় ধরে ডিজাইন ও প্রযুক্তিগত প্রস্তুতি সম্পন্ন করেছি। এখন প্রয়োজন শুধু ফান্ডিং।
প্রজেক্টটি বাস্তবায়নে আনুমানিক ৭ থেকে ১০ লাখ টাকা প্রয়োজন হবে। তবে আমরা ধাপে ধাপে কাজ শুরু করব, প্রাথমিক পর্যায়ে সীমিত ফান্ড দিয়ে ডেভেলপমেন্ট শুরু করে পরবর্তীতে ধীরে ধীরে পূর্ণাঙ্গ প্ল্যাটফর্মে রূপ দেব, ইনশাআল্লাহ। প্ল্যাটফর্মটি সফলভাবে গড়ে উঠলে, রক্তের অভাবে মৃত্যুর মতো ট্র্যাজেডি অনেকাংশে কমে আসবে। তাই এই উদ্যোগে আপনার এগিয়ে আসা প্রয়োজন।
অথবা রক্তদাতা হিসেবে রেজিস্ট্রেশন করতে: Click Here
“আপনার রক্তে বাঁচবে হাজারো প্রাণ, আমরা খুঁজে দেবো দানের স্থান।